Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : ফল
বিস্তারিত :উননত জাতের ফলের চারা কোথায় পাব

উত্তর/মতামত

উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে উন্নত জাতের ফলের চারা পাওয়া যাবে। এছাড়া “হর্টি কালচার সেন্টার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর” এবং “এগ্রোসার্ভিস সেন্টার বিএডিসি” থেকেও উন্নত জাতের ফলের চারা পাওয়া যেতে পারে।
উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র,বিএআরআই, গাজীপুর