Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : mangi seedlings fertilizer dose
বিস্তারিত :বিস্তারিত বিবরনfertilizer dose of mango seedlings

উত্তর/মতামত

চারা বয়স উল্লেখ করেন নাই। চারার বয়স ১-৪ বছর হলে, গোবর-১৫ কেজি, ইউরিয়া-২৫০ গ্রাম, টিএসপি-২৫০ গ্রাম, এমওপি-১০০ গ্রাম, জিপসাম-১০০ গ্রাম, জিংক সালফেট-১০ গ্রাম ও বরিক এসিড-২০ গ্রাম এর মধ্যে শুধু ইউরিয়া ও এমওপি তিন ভাগ করে ১ম ভাগ অন্য সব সারের সাথে বর্ষার আগে, বাকি দুই ভাগ ইউরিয়া ও এমওপি জুন-জুলাই এবং সেপ্টেম্বর-অক্টোবর মাসে প্রয়োগ করতে হবে।