Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : লাউ গাছ‌ে পাতা কুকরান‌ো
বিস্তারিত :আমার বাবা একজন কৃষক, তি‌নি লাউ এর চাষ কর‌‌েছেন কিন্তু লাউ গাছ‌ের পাতা কুকরি‌য়ে যা‌চ্ছে তাই একট‌ি সহজ সমাধান চাই

উত্তর/মতামত

লাউ গাছের যে লক্ষণ এর কথা উল্লেখ করা হয়েছে তাতে মনে হচ্ছে ভাইরাস এর লক্ষণ। যদি তাই হয় তাহলে আক্রান্ত গাছটি মাটি থেকে তুলে গর্ত করে পুতে ফেলতে হবে। কারণ এর কোন দমন ব্যবস্থা নাই। ভাইরাস এর লক্ষণ ছাড়াও বোরন সার এর অভাবে পাতা মাঝে মাঝে কুকড়িয়ে যায়। তাই সতর্কতা হিসেবে ১.০ কেজি/বিঘা বোরন সার (বোরিক এসিড) প্রয়োগ করা যেতে পারে।