Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : ভাল ও উন্নত বীজ-গাছ কোথায় পাব ?
বিস্তারিত :ভাল ও উন্নত বীজ-গাছ যেমন পেপে, পেয়ারা, কলা ত্যাদি।

উত্তর/মতামত


নিম্নলিখিত স্থানে ভালো বীজ পাওয়া যেতে পারে।
১। বিএডিসি’র বীজ বিক্রয় কেন্দ্রে সরকারীভাবে উৎপাদিত বিভিন্ন ফসলের বীজ পাওয়া যেতে পারে।
২। স্থানীয় বীজ বিক্রয় কেন্দ্রে বিভিন্ন নামী কোম্পানীর উৎপাদিত বীজ পাওয়া যেতে পারে।
৩। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সহ অন্যান্য গবেষণা প্রতিষ্ঠান হতে কিছু কিছু ফসলের মানসম্পন্ন বীজ সংগ্রহ করা যেতে পারে।
মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা
বীজ প্রযুক্তি বিভাগ, বিএআরআই, গাজীপুর