Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : বাতাবি লেবু
বিস্তারিত :আমি প্রায় ১০০ লেবু গাছ লাগিয়েছি গাছে কিছু কিছু গাছে ফুল ধরে কিন্ত ফল ধরে না

উত্তর/মতামত

চারা লাগানোর পর ভাল ফলন পেতে হলে নিয়মিতভাবে গাছের সঠিক পরিচর্যা, সার প্রয়োগ এবং সেচ দেওয়া প্রয়োজন। গাছের বয়স অনুযায়ী সারের মাত্রা:
গাছের বয়স পচা গোবর (কেজি) ইউরিয়া (গ্রাম) টিএসপি (গ্রাম) এমওপি (গ্রাম)
১-২ বছর ১৫ ২০০ ২০০ ২০০
৩-৫ বছর ২০ ৪০০ ৩০০ ৩০০
৬ এবং তদুর্ধ ২৫ ৫০০ ৪০০ ৪০০

উপরোক্ত সারগুলো সমান তিন ভাগে তিন কিস্তিতে প্রয়োগ করতে হবে। ১ম কিস্তি বর্ষার শুরুতে এপ্রিল-মে মাসে, ২য় কিস্তি সেপ্টেম্বর-অক্টোবর মাসে এবং তয় কিস্তি ফেব্রুয়ারী মাসে প্রয়োগ করতে হব। এছাড়া গাছের ডালপালা ছাঁটাই করে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে হবে এবং নিয়মিত সেচ দিতে হবে। তবে জলাবদ্ধতা যেন না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
ড. মদন গোপাল সাহা,
মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা,
ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর,
মোবাইল: ০১৫৫২-৪৫০১৮২