Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : মরিচ ছিদ্রকারি পুকার আক্রমনের কারনে মরিচ পড়ে যাচ্ছে করোনিয় কি?
বিস্তারিত :আমার মরিচ গাছে পুকার আক্রমনে মরিচ পড়ে যাচ্ছে কি করবো একটু তাড়াতাড়ি এর পতিকার করলে ভালো ফলন পাওয়া যেতো।

উত্তর/মতামত

মরিচ ছিদ্রকারী পোকার আক্রমনে মরিচের ফলে ছিদ্র তৈরী হয় এবং ফল ঝরে পড়ে। Spodoptere litura নামক এক ধরনের ক্যাটারপিলার মরিচের গাছে ফুল আসার আগে ডিম পাড়ে এবং পরে ফলে আক্রমন করে। ক্ষতিগ্রস্থ ফলের ভিতর পোকার বিষ্ঠা ও পচন দেখা যায় এবং ফল ঝরে পড়ে। এই পোকার আক্রমন হতে রক্ষা পাওয়ার জন্য সমন্বিত দমন ব্যবস্থাপনা অনেক বেশি কার্যকর। করণ বেশী ভাগ কীটনাশকের প্রতি এই পোকার প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেয়েছে।
• জমিতে ফেরোমন ফাদ (প্রতি বিঘায় ১৫টি হারে) ব্যবহার করে পুরুষ পোকাকে ধরে সহজে দমন করা যায়।
• আধাভাঙ্গা নিম বীজের নির্যাস গাছে ১০ দিন পর পর তিন বার স্প্রে করে এই পোকা অনেকটা নিয়ন্ত্রণ করা যায়।
• আক্রমন তীব্র হলে সবশেষ ব্যবস্থা হিসেবে কুইনালফস ২৫ ইসি জাতীয় কীটনাশক (কিনালাক্স/দেবীকুইড/বারলাক্স) প্রতি লিটার পানিতে ১ মিলি হারে অথবা (সাইপারমেথ্রীন) (রিপকর্ড) প্রতিলিটার ১ মিলি হারে মিশিয়ে স্প্রে করতে হবে।

মুহাম্মদ মোস্তাফা কামাল
বৈজ্ঞানিক কর্মকর্তা
আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্র, বারি, গাজীপুর