Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : আম গাছ
বিস্তারিত :আম গাছের মুকুল শুকিয়ে যাচ্ছে।

উত্তর/মতামত

আমের হুপার পোকার আক্রমণে এমনটি হতে পারে। গাছে মুকুল আসার ১০ দিনের শধ্যে একবার এবং এর একমাস পর আরো একবার প্রতি লিটার পানির সাথে ১ মি.লি. হারে ১০ইসি ফেনজালিয়েট ২০ ইসি গ্রুপের কীটনাশক মিশিয়ে আম গাছের কান্ড, ডাল, পাতা এবং মুকুল ভালভাবে ভিজিয়ে স্প্রে করে হুপার দমন করা সম্ভব।