Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : আম চাষ
বিস্তারিত :আমি ঢাকা কলেজ থেকে সম্মান ডিগ্রী অর্জন করেছি। আমার গ্রামের বাড়িতে ১০-১২ টি আম গাছ আছে। আমি সেগুলো কিভাবে চাষ করলে ভাল ফল পাব? দয়া করে বলবেন ।

উত্তর/মতামত

ভাল ফল পেতে চাইলে গাছ লাগানোর শুরু থেকেই সঠিক পরিচর্যা, সেচ এবং সার প্রয়োগ প্রয়োজন। রোগ বালাই, পোকা-মাকড়ের আক্রমন ঘটলে যথাযথ ব্যবস্থা নিতে হবে। আম গাছের বিস্তারিত চাষ পদ্ধতি জানতে ভিজিট করুন বিএআরআই ওয়েবসাইট ভিজিট করুন: www.bari.gov.bd , কৃষি প্রযুক্তি হাত বই এর ২য় খন্ড, ফল ফসল দেখুন।

ড. মো. জিল্লুর রহমান, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর
মোবাইল: ০১৭১৫-০৮২৫৫৫