Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : Binjal
বিস্তারিত :BT.bingal

উত্তর/মতামত

আপনি বিটি বেগুন সর্ম্পকে কী জানতে যাচ্ছেন ঠিক বুঝা যাচ্ছে না। বারি এ যাবত ৪ জাতের বিটি বেগুন উদ্ভাবন করেছে। এ জাতের বেগুনগুলি কোন রোগের প্রতি সংবেদনশীল নয়, তবে উষ্ণ ও আর্দ্র আবহাওয়া ঢলে পড়া রোগ হতে পারে। এ জাতের বেগুনের ক্ষতিকর কোন প্রভাব সর্ম্পকে জানা যায়নি।