Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : মরিচ গাছের বাকল পচে গাছ মরে যাচ্ছে
বিস্তারিত :বিস্তারিত বিবরন মরিচ গাছের বাকল পচে গাছ মরা

উত্তর/মতামত

সাধারণত: অল্প বয়স্ক মরিচ গাছে এ রোগ হতে পারে । বর্ষায় অতিরিক্ত পানি মাঠে জমে থাকলে phytophthora capsici নামক ছত্রাকের আক্রমনে মরিচে এই রোগ দেখা দিতে পারে।
ব্যবস্থাপনা:
১। মরিচের ক্ষেতে পানি নিস্কাশনের ব্যবস্থা করতে হবে।
২। আক্রান্ত গাছ তুলে ফেলতে হবে।
৩। পরবর্তীতে মরিচ চাষের জন্য সুস্থ ও সবল গাছ হতে মরিচের বীজ সংগ্রহ করতে হবে।
৪। প্রাথমিক অবস্থায় দুই গ্রাম বিড়োমিল এম.জেড-৭২ ১ লিটার পানিতে মিশিয়ে ৭-১০ দিন পর পর স্প্রে করতে হবে।
৫। বাড়ন্ত গাছে এ রোগ দেখা দিলে ১ লিটার পানিতে ২ গ্রাম ব্যাভিষ্টিন গুলে আক্রান্ত গাছের গোড়ার মাটিতে দিতে হবে।

মোহাম্মদ মতিন আকন্দ ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্র, বারি, গাজীপুর মোবাইল- ০১৭১৬-৭৪৮৪৭২