Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : পেপে চাষ
বিস্তারিত :আমার পেপে গাছে ফল আসে কিন্তু বর হওয়ার আগেই ঝরে যায়

উত্তর/মতামত

গাছে কোন পোকামাকড় বা রোগবালাইয়ের সংক্রমন আছে কিনা তা জানান নাই। সঠিক সময়ে উপযুক্ত পরিচর্যা যেমন আগাছা পরিস্কার, সার প্রয়োগ এবং সেচের ব্যবস্থা করতে হবে। উপরি হিসেবে গাছপ্রতি ৪৫০-৫০০ গ্রাম ইউরিয়া ও ৪৫০-৫০০ গ্রাম এমওপি সার প্রয়োগ করতে হবে। চারা রোপনের একমাস পর হতে প্রতি মাসে গাছপ্রতি ৫০ গ্রাম ইউরিয়া ও ৫০ গ্রাম এমওপি প্রয়োগ করতে হবে। গাছে ফুল আসার পর এই মাত্রা দ্বিগুন করতে হবে। মাটিতে রস না থাকলে পানি সেচের ব্যবস্থা করতে হবে।

ড. মদন গোপাল সাহা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর,
মোবাইল নম্বর: ০১৫৫৩-৩৯১২৩১