Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : মৎস (গলদা চিংড়ি)
বিস্তারিত :আমার একশো শতকের একটা ঘের আছে । মাটি রং কালো। এটাতে আমি মিশ্র চাষ করে থাকি। তেমন লাভবন হতে পারি না। এবার আমার ঘেরে রেনু পোনা আছে এগারো হাজার এবং পুরোনো অর্থাৎ জুভিনাইল আছে তিন হাজার(আনুমানিক, নারী পুরুষ উভয়)। এখন সমস্যা হলো কিছু কিছু চিংড়ির দাড়ি পড়ে যাচ্ছে। আমি এর জন্য নিকটস্থ দোকান থেকে অক্সি ডক্সি নামক ঔষদ খাবারের সাথে মিশিয়ে পাচ দিন প্রয়োগ করেছি । এতে ভালো ফলাফল পাই নাই এখন কি করতে পারি।

উত্তর/মতামত

মাছ চাষ সংক্রান্ত তথ্যের জন্য বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট ময়মনসিংহে যোগাযোগ করুন অথবা www.fri.gov.bd ভিজিট করুন।