Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : fruit trees
বিস্তারিত :Alternate bearing of mango

উত্তর/মতামত

আমে জাত ভেদে Alternate bearing habit দেখা যায়। এটি সম্পূর্ণ ভাবে প্রতিকার সম্ভব নয়, তবে প্রতিরোধ করা যায়। এক্ষেত্রে গাছে কোন হরমোন প্রয়োগ সমীচিন নয়। প্রাকৃতিক পরিচর্যার মাধ্যমে এটি কমানো যায়। অর্থাৎ প্রতিবছর সঠিক সময়ে সঠিক পরিচর্যা করতে হবে যেমন আগাছা পরিস্কার, নিয়মিত পানি সেচ এবং বয়স অনুযায়ী সঠিক মাত্রায় সার প্রয়োগ করতে হবে। আপনি আমের জাত ও বয়স উল্লেখ না করায় সারের মাত্রা দেওয়া সম্ভব নয়। পরিচর্যা সম্পর্কে জানতে ভিজিট করুন www.bari.gov.bd, কৃষি প্রযুক্তি হাত বই, ২য় খন্ড, ফল ফসল (আম) এই ঠিকানায়।
ড. মদন গোপাল সাহা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর
মোবাইল: ০১৫৫২-৪৫০১৮২