Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : লাউয়ের কান্ড পচারোগ
বিস্তারিত :আমার ৩০০ লাউ গাছ আছে গাছ গুলো মাচায় উঠেছে ২/১ ফল আসা শুরু করেছে এই অবস্তায় গাছের মুল পছে যাচ্ছে রিডোমিল গোল্ড / এমিস্টার টপ ব্যবহারে কোন ফল পাইনি এখন আমার কি করনিয় জানালে উপকৃত হব

উত্তর/মতামত

গাছে বিশেষ করে পঁচা জায়গায় Baristin বা নোইন স্প্রে করতে পারেন ২ গ্রাম/লিটার পানি।
ড. এ কে এম কামরুজ্জামান
উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা
সবজি বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বারি, গাজীপুর
মোবাইল ০১৭৫৪১১২০৫০