Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : পেয়ারা গাছের সমস্যা
বিস্তারিত :পেয়ারা গাছের পেয়ারা ছোট থাকা অবস্থায় গাছ থেকে পড়ে যায়।এখন কি করনিয়?

উত্তর/মতামত

এ্যানথ্রাকনোজ নামক রোগ অথবা পর্যাপ্ত সার-পানির অভাবে পেয়ারা ঝরে পড়ে। যদি পেয়ারার গায়ে ছোট ছোট কাল দাগ দেখা যায় ও সেগুলো ক্রমান্বয়ে বড় হয়ে পেয়ারার গায়ে ক্ষতের সৃষ্টি করে, তাহলে এটা এ্যানথ্রাকনোজ রোগের আক্রমন। এক্ষেত্রে ঝরে পড়া পাতা ও ফল সংগ্রহ করে পুড়িয়ে ফেলতে হবে। গাছে ফুল মটর দানার মত হওয়ার পর টিল্ট ২৫০ ইসি প্রতি লিটার পানিতে ০.৫ মিলি হারে মিশিয়ে ১৫ দিন অন্তর অন্তর ৩-৪ বার ভালভাবে স্প্রে করতে হবে। যদি পেয়ারা কচি এবং সবুজ অবস্থায় ঝরে যায় তবে তা পর্যাপ্ত পানি ও সারের অভাবে হচ্ছে। আপনার গাছের বয়স উল্লেখ করেন নাই। তাই বয়স অনুযায়ী পেয়ারা গাছের সারের মাত্রা জানতে ভিজিট করুন: www.bari.gov.bd, E-book, কৃষি প্রযুক্তি হাত বই, ২য় খন্ড, ফল ফসল, পেয়ারা।
ড. মদন গোপাল সাহা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর
মোবাইল নম্বর: ০১৫৫৩-৩৯১২৩১