Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : ঠাকুঁর কালাই
বিস্তারিত :আমি ঠাকুর কালাই লাগিয়েছি 1বিঘা । গাছ উচ্চতা 4-5 ইন চি। আমি কি এখন নিড়ানি দিতে পারবো কি? ঘাস খুব আছে জমিতে ।

উত্তর/মতামত

ঠাঁকুর কালাই এর আশানুরুপ ফলন পেতে হলে ফসল বৃদ্ধির প্রাথমিক অবস্থাতেই আগাছা দমন বা নিয়ন্ত্রণ করা উচিত।
বিস্তারিত বিবরণ: বর্ষা মৌসুমে অংকুরোদগমের পর থেকে ৫ সপ্তাহ এবং শুষ্ক মৌসুমে ৩ সপ্তাহ পর্যন্ত ঠাঁকুর কালাই এর জমিকে যদি আগাছ মুক্ত রাখা যায় তাহলে ভাল ফলন পাওয়া যায়। তবে বৃষ্টির প্রতি লক্ষ্য রেখে জমিকে “জো” অবস্থায় এনে আগাছা মুক্ত করতে হবে। আগাছা পরিষ্কার করার সময় খেয়াল রাখতে হবে যাতে ডাল ফসলের গুটিগুলো কোনভাবেই আঘাত প্রাপ্ত না হয়। কাংখিত ফলন পেতে হলে অংকুরোদগমের ২০-২৫ দিন পর অবশ্যই একবার আগাছা দমন করতে হবে।

ড. মো: আশরাফ হোসেন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান, ডাল গবেষণা উপ-কেন্দ্র, জয়দেবপুর, গাজীপুর।
মোবাইল-০১৭১২-৯৪৮৮৭১