Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : বেগুন
বিস্তারিত :অামার বেগুন ক্ষেত এর চারা গুলো ছোট ছোট এখন পর্যন্ত সার দেওয়া হয়নি এখন কিরবো৷

উত্তর/মতামত

টিএসপি: ৩০০ কেজি/হেক্টর, এমওপি: ২৫০ কেজি/হেক্টর, ইউরিয়া: ৩৫০ কেজি/হেক্টর, জিপসাম: ১০০ কেজি/হেক্টর, বোরন: ৫ কেজি/হেক্টর হিসেবে সার দিতে হবে।
টিএসপি, জিপসাম, বোরন এর সবটুকু ও এমওপি এর ১/৩ ও ইউরিয়া ১/৫ অংশ চারা লাগানোর আগে দিতে হয়। যেহেতু আগে দেন নাই তাই উপরোক্ত টিএসপি, এমওপি, ইউরিয়া (১/৫ অংশ) গোড়ার দূর দিয়ে প্রয়োগ করে পানি দিন। পরবর্তীতে ২/৩ অংশ এমওপি ও ৪/৫ অংশ ইউরিয়া ২৫-৩০ দিন অন্তর অন্তর প্রয়োগ করুন।