Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : লিচু আর আমে মুকুল আসার ও পরে করনীয়
বিস্তারিত :আমার একটি লিচু আর আমের বাগান আছে। বয়স দেড় বছর হচ্ছে, আমি এবার কিছু ফল নিব। তাই মুকুল আসার পরবতী ও আগের যত্ন গুলো কি কি হতে পারে।

উত্তর/মতামত

আপনার বাগানে লাগানো গাছগুলো কলমের নাকি বীজের তা উল্লেখ করেন নাই। গাছের বয়স মোট কত তা জানান নাই। এক্ষেত্রে আম ও লিচুর গাছগুলো যদি চারা কলম হয়, তবে গাছের বয়স ৩-৪ বছর হওয়া পর্যন্ত কোন ফুল/ফল ধরতে দেওয়া যাবে না। মুকুল আসলে ভেঙ্গে দিতে হবে। এছাড়া বিস্তারিত তথ্য ও চাষ পদ্ধতি জানতে ভিজিট করুন: www.bari.gov.bd, কৃষি প্রযুক্তি হাতবই, ২য় খন্ড, ফল ফসল (আম/লিচু)

ড. মদন গোপাল সাহা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর।
মোবাইল: ০১৫৫২-৪৫০১৮২